শিরোনাম
চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরো ১৫৬ জন
প্রকাশ : ০৭ জুন ২০২০, ১০:২২
চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরো ১৫৬ জন
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামে নতুন করে ১৫৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৯৬২ জন।শনিবার (৬ জুন) রাতে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।


এই দিন চট্টগ্রামের তিনটি ল্যাব বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি), চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক), চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে মোট ৫২৩ টি নমুনা পরীক্ষা করা হয়।


সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, বিআইটিআইডিতে ২৩৬টি, চমেকে ১১৮টি এবং সিভাসুতে ১৫৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে যথাক্রমে ৫২, ৩৭ ও ৬৫ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৩ টি নমুনা পরীক্ষা করে ২ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।


শনিবার করোনায় আক্রান্ত হয়ে লীলা রানী ধর এবং মো. ফরহাদ নামে দুইজন মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে লীলা রানী ধর চমেক হাসপাতালে এবং ফরহাদ জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। এছাড়া করোনা উপসর্গ দিয়ে আরো চার জনের মৃত্যু হয়।


এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৯৫ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৬৭ জন।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com