শিরোনাম
পরিবেশ দিবসে জয়পুরহাটে ছাত্রলীগের বৃক্ষরোপণ
প্রকাশ : ০৬ জুন ২০২০, ২০:৩৩
পরিবেশ দিবসে জয়পুরহাটে ছাত্রলীগের বৃক্ষরোপণ
জয়পুরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবিলা করে বাসযোগ্য পৃথিবী গড়ার প্রত্যেয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ঘোষণা মোতাবেক প্রতি বছরের মতো বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে জয়পুরহাট জেলা ছাত্রলীগ। শনিবার (৬ জুন) সন্ধ্যায় জয়পুরহাট সরকারি কলেজ মাঠে ফলজ ও ঔষধির চারা রোপণ করা হয়|


বৃক্ষরোপণ কর্মসূচিতে জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা, সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির উপস্থিত ছিলেন।


বৃক্ষরোপণ কর্মসূচিতে জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ২৭ তম অধিবেশনে বিশ্বের জনসাধারণকে পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতন করতে প্রতিবছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।


উক্ত সিদ্ধান্ত অনুসারে ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশে মুজিব শতবর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে জেলা ছাত্রলীগ।


বিবার্তা/সোহেল/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com