শিরোনাম
বরিশালে লকডাউন পরিবারের চিকিৎসা ও খাদ্যের ব্যবস্থা করবে বাসদ
প্রকাশ : ০৬ জুন ২০২০, ১৭:২৪
বরিশালে লকডাউন পরিবারের চিকিৎসা ও খাদ্যের ব্যবস্থা করবে বাসদ
বরিশাল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনায় আক্রান্ত রোগীর বাড়ি লকডাউন ঘোষণার পর প্রশাসন নিরব থাকে এমন অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা কমিটি।


শনিবার (৬ জুন) দুপুর ১২টায় নগরীর ফকিরবাড়ি সড়কের কার্যালয়ে এনিয়ে সংবাদ সম্মেলন করেন তারা।


এসময় অসহায় বা দরিদ্রদের জন্য খাদ্য ও চিকিৎসার ব্যবস্থায় তাদের অনুপস্থিতির বিষয়ও তুলে ধরা হয়। তবে এমন পরিস্থিতি মোকাবেলায় করোনায় আক্রান্তদের সবধরনের সহযেগিতায় সাধ্য অনুযায়ী দায়িত্ব নিবেন এমন ঘোষণা দেন তারা।


সংগঠনের জেলা কমিটির সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, প্রশাসন করোনা আক্রান্ত রোগীদের বাড়ি লকডাউন করেই ভূমিকা স্থগিত করেন। অসহায় রোগীদের চিকিৎসা বা খাদ্য দেয়ার বেলায় তাদের কিছু করার নেই সাব জানিয়ে দেয়। যার কারণে বাসদের ঘোষণা হচ্ছে, প্রশাসনে পক্ষ থেকে লকডাউন করা পরিবারের তালিকা প্রকাশ করুক। তারা সংগঠনের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা ও খাবারের ব্যবস্থা করবে।


এদিকে করোনা মোকাবেলায় প্রথম থেকেই মাঠে রয়েছে বাসদ। তারা বরিশালে মানবতার বাজার, ফ্রি চিকিৎসা, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসসহ বিভিন্ন কর্মসূচির ব্যবস্থা চালু রেখেছে।


বিবার্তা/জসিম/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com