শিরোনাম
দৌলতপুরে জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ
প্রকাশ : ০৪ জুন ২০২০, ১৫:৩১
দৌলতপুরে জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর আশ্রয়ন প্রকল্পের পুকুরে পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।


বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১১টায় পোনা মাছ অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করেন, প্রধান অতিথি কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আ. ক. ম. সরওয়ার জাহান বাদশা।


দৌলতপুর ইউএনও শারমিন আক্তারের সভাপতিত্বে পোনা মাছ অবমুক্তরণ কার্যক্রমে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন ও ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ, দৌলতপুর মৎস্য কর্মকর্তা খন্দকার মো. সহিদুর রহমান।


দৌলতপুর মৎস্য দফতরের উদ্যোগে মথুরাপুর আশ্রয়ন প্রকল্পের তিনটি পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। এসময় স্থানীয় মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।


চলতি ২০১৯-২০ অর্থ বছরে উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচীর আওতায় দৌলতপুর উপজেলার ১০টি জলাশয়ে বিভিন্ন প্রজাতির মোট ৩৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হবে। এরমধ্যে গতকাল মথুরাপুর আশ্রয়ন প্রকল্পের তিনটি পুকুরে ১০০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। এ কার্যক্রম বাস্তবায়ন করছে দৌলতপুর মৎস্য দফতর।


বিবার্তা/শরীফুল/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com