শিরোনাম
ফকিরহাটে আরো ২ করোনা রোগী সনাক্ত
প্রকাশ : ০৪ জুন ২০২০, ১১:০২
ফকিরহাটে আরো ২ করোনা রোগী সনাক্ত
ফকিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের ফকিরহাটে আরো দুই করোনা রোগী সনাক্ত হয়েছে। খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এ নিয়ে এই উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২ জনে।


বুধবার (০৩ মে) সন্ধায় ফকিরহাটের স্বাস্থ্য বিভাগের কাছে এই তথ্য আসে।


আক্রান্তরা হলেন, উপজেলার লখপুর এলাকার আবু ইউসুফ (২৪) ও তার স্ত্রী তামান্না (২০)। আক্রান্তদের বাড়ির সবার নমুনা সংগ্রহ করছে স্বাস্থ্য বিভাগ।


বিষয়টি নিশ্চিত করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসিম কুমার সমাদ্দার জানান, ইউসুফ ও তার স্ত্রী তামান্না কিছুদিন আগে ঢাকা থেকে থেকে নিজ বাড়িতে আসেন।


উপজেলা থেকে এই পর্যন্ত মোট ১৭০জনের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।


উল্লেখ্য, ইউসুফ তার স্ত্রী তামান্নাকে গর্ভবতী অবস্থায় নিয়ে কিছুদিন আগে ঢাকা থেকে থেকে নিজ বাড়িতে আসেন। পরবর্তীতে গত সোমবার (০১ জুন) খুলনার একটি বেসরকারি হাসপাতালে তামান্নার একটি পুত্র সন্তান হয়।


বিবার্তা/সুমন/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com