শিরোনাম
অতিরিক্ত বাস ভাড়া এবং হাস্যকর করোনা টেস্ট বন্ধের দাবিতে বরিশালে প্রতিবাদ
প্রকাশ : ০২ জুন ২০২০, ১৭:০২
অতিরিক্ত বাস ভাড়া এবং হাস্যকর করোনা টেস্ট বন্ধের দাবিতে বরিশালে প্রতিবাদ
বরিশাল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অতিরিক্ত বাস ভাড়া আদায় এবং হাসপাতালগুলোতে মৃত্যুর পরে করোনার নমুনা সংগ্রহের প্রতবাদে বরিশাল নগরীতে পৃথকভাবে মানববন্ধন প্রতিবাদ সভা করেছে বাম গণতান্ত্রিক জোট ও ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা কমিটি। মঙ্গলবার (২ জুন) বেলা ১১টায় নগরীর সদর রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


এসময় বক্তারা বলেন, করোনার কারণে মানুষ দীর্র্ঘদিন গৃহবন্দি ছিল। সরকার এখন সব প্রতিষ্ঠান খুলে দেয়ায় কর্মস্থলে ফেরত যাওয়া যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে হবে। এছাড়াও দেশের হাসপাতালগুলোতে মৃত্যুর পূর্বে করোনা নমুনা সংগ্রহ না করে মৃত্যুর পরে নমুনা সংগ্রহ করছে এই হাস্যকর চিকিৎসা বন্ধের দাবি জানান তারা।


এখানে বরিশাল ইউনাইটেড কমিউনিস্টলীগ জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ মাক্সবাদী বরিশাল জেলা সমন্বয়কারী সাইদুর রহমান, ইউনাইটেড কমিউনিস্টলীগ কেন্দ্রীয় সদস্য নৃপেন্দ নাথ বাড়ৈ. বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক জলিলুর রহমান, বাসদ বরিশাল জেলা সদস্য সচিব ডাঃ মনিষা চত্রবর্তী, কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা শাখা সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম ও বরিশাল জেলা ট্রেড ইউনিয়ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একে আজাদ প্রমুখ।


অপরদিকে একই দাবিতে বেলা সাড়ে ১১টায় নগরীর টাউন হলের সামনের সড়কে বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।


এসময় বরিশাল জেলা শাখার সভাপতি সম্পা দাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বরিশাল শাখা ট্রেড ইউনিয়ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একে আজাদ, বরিশাল মহানগর দর্জি শ্রমিক ইউনিয়ন সম্পাদক তুষার সেন, বরিশাল বিএম কলেজ শাখা ছাত্র ইউনিয়ন সভাপতি কিশোর কুমার বালা।


বিবার্তা/জসিম/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com