শিরোনাম
লামায় প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশি ২৫৭ মসজিদের ইমাম-মোয়াজ্জিন
প্রকাশ : ০২ জুন ২০২০, ১৫:৫২
লামায় প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশি ২৫৭ মসজিদের ইমাম-মোয়াজ্জিন
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে ১২ লক্ষ ৮৫ হাজার টাকা পেলেন বান্দরবানের লামা উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নের ২৫৭ মসজিদের ইমাম-মোয়াজ্জিন।


মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে আনুষ্ঠানিক ভাবে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিটি মসজিদে ৫ হাজার টাকার অনুদান প্রদান করা হয়।উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি ও পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম স্ব-স্ব মসজিদের ইমাম ও মোয়াজ্জিনের হাতে প্রধানমন্ত্রীর অনুদানের অর্থ তুলে দেন।


এসময় অন্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, ইসলামিক ফাউন্ডেশনের লামা উপজেলা সুপার ভাইজার মহি উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।


বিতরণকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল বলেন, প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমন পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায়সহ নানাবিধ কারণে মসজিদগুলোতে স্বাভাবিকভাবে মুসল্লিরা নামাজ আদায় করতে পারছে না। ফলে মসজিদের দৈনন্দিন ব্যয় চালানো কঠিন হয়ে পড়েছে। তাই ইমাম-মোয়াজ্জিনদের কথা বিবেচনা করে ঈদের আগেই জেলা প্রশাসনের মাধ্যমে অনুদান প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রী।


সরকারের ভূয়শী প্রশংসা করে ইসলামিক ফাউন্ডেশনের লামা উপজেলা সুপার ভাইজার মহি উদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান পেয়ে উপজেলার প্রত্যেকটি মসজিদের ইমাম-মোয়াজ্জিনেরা অত্যন্ত খুশি।


বিবার্তা/আরমান/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com