শিরোনাম
মাগুরায় আরো ৫ জনের করোনা শনাক্ত
প্রকাশ : ০১ জুন ২০২০, ১৩:১১
মাগুরায় আরো ৫ জনের করোনা শনাক্ত
মাগুরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মাগুরায় নতুন করে আরো পাঁচ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ আক্রান্ত শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৬ জনে।


সোমবার (১ জুন) সকালে মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন।


সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা জানান, গত দু’দিনে মাগুরা থেকে মোট ২৬ জনের নমুনা পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে পাঠানো হয়। তার মধ্যে পরীক্ষার ফলাফলে পাঁচ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। রবিবার (৩১ মে) রাতে খুলনা হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ফোনে বিষয়টি জানানো হয়েছে।


তিনি আরো জানান, নতুন আক্রান্ত পাঁচজনের মধ্যে মাগুরা সদরে দু’জন ও মহম্মদপুর উপজেলায় তিনজন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৬ জন। আক্রান্তদের মধ্যে এরই মধ্যে ১৯ জন সুস্থ হয়ে উঠেছেন। আইসোলেশনে আছেন দু’জন। নতুন আক্রান্ত পাঁচজন হোম কোয়ারেন্টিনে আছেন। সোমবার সকালে তাদের আইসোলেশন নিশ্চিতের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত ব্যক্তিদের বসবাসরত বাড়িসহ আশপাশের এলাকাগুলো লকডাউন করা হবে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com