শিরোনাম
পঞ্চগড়ে স্বামী-স্ত্রীসহ আরো ১২ জনের করোনা শনাক্ত
প্রকাশ : ০১ জুন ২০২০, ১১:২০
পঞ্চগড়ে স্বামী-স্ত্রীসহ আরো ১২ জনের করোনা শনাক্ত
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়ে গত ২৪ঘন্টায় ৮২ জনের ফলাফলে নতুন করে আরো ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮০ জনে।


রবিবার (৩১ মে) রাতে পাওয়া এই ফলাফল নিশ্চিত করেছেন পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. ফজলুর রহমান।


নতুন আক্রান্তদের মধ্যে ৮ জনই দেবীগঞ্জ উপজেলার। এছাড়া আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলায় রয়েছে ২ জন করে। দেবীগঞ্জের ৮ জনের মধ্যে ৫ জনই প্রধানাবাদ দন্ডপাল এলাকার। বাকি ৩ জনের মধ্যে ২ জন পামুলী ও ১ জন অন্য এলাকার। এছাড়া আটোয়ারীর কাটালী এলাকার স্বামী-স্ত্রী ও তেঁতুলিয়ার কালান্দিগছ এলাকার স্বামী-স্ত্রী। আক্রান্তদের বেশির ভাগই ঢাকা ও নারায়নগঞ্জ ফেরত বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।


আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন ২ জন, আর সুস্থ্য হয়েছেন ১২ জন। আক্রান্তের সংখ্যায় এগিয়ে দেবীগঞ্জ উপজেলা। এ উপজেলায় আক্রান্তের সংখ্যা ৩৬ জন। এ ছাড়া সদর উপজেলায় ২১ জন, তেঁতুলিয়ায় ৯ জন, বোদা ও আটোয়ারী উপজেলায় ৭ জন করে করোনা পজেটিভ হয়েছে।


বিবার্তা/গোফরান/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com