শিরোনাম
ফকিরহাটে করোনা শনাক্ত আরো ২
প্রকাশ : ৩১ মে ২০২০, ২০:০৮
ফকিরহাটে করোনা শনাক্ত আরো ২
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের ফকিরহাটে আরো ২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এ নিয়ে এই উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়াল ১০জনে।


করোনায় আক্রান্তরা হলেন- উপজেলার ফকিরহাট সদর ইউনিয়নের কাঁঠালতলা গ্রামের রকিবুজ্জামান (৪০), এবং নলধা-মৌভোগ ইউনিয়নের জয়পুর গ্রামের তাওহিদ হাসান (৩৭)।


রবিবার (৩১ মে) সন্ধায় ফকিরহাটের স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে। আক্রান্তদের বাড়ির সবার নমুনা সংগ্রহ করছে স্বাস্থ্য বিভাগ।


বিষয়টি নিশ্চিত করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসিম কুমার সমাদ্দার জানান, নলধা-মৌভোগ ইউনিয়নের জয়পুর গ্রামের তাওহিদ হাসান কিছুদিন আগে গাজীপুর থেকে নিজ বাড়িতে আসেন। এবং কাঁঠালতলা গ্রামের রকিবুজ্জামান ফকিরহাটেই ছিলেন। ধারনা করা হচ্ছে সে হয়তো কোনো এক করোনা রোগীর সংস্পর্শে গিয়েছিলেন সেখান থেকেই তার করোনা সংক্রমন হয়েছে।


উপজেলা থেকে এই পর্যন্ত মোট ১৫৯ জনের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।


বিবার্তা/সুমন/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com