শিরোনাম
বরিশালে শিক্ষা বোর্ডে পাসের হার ৭৯.৭০
প্রকাশ : ৩১ মে ২০২০, ১৬:৫৫
বরিশালে শিক্ষা বোর্ডে পাসের হার ৭৯.৭০
বরিশাল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মাধ্যমিক পরীক্ষার ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৭০ শতাংশ। এবারে ১ লাখ ১২ হাজার ৪৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৮৩ জন শিক্ষার্থী।


রবিবার (৩১ মে) প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।


গেলো বারের তুলনায় পাসের হার ও জিপিপিএ-৫ এর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এবারেও পাসের হার এবং জিপিএ-৫ এর বেলায় মেয়েরা এগিয়ে।


বরিশাল শিক্ষা বোর্ড থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এবার ১ লাখ ১২ হাজার ৪৩৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৮৯ হাজার ৬১৬ জন। মেয়েদের পাসের হার ৮২ দশমিক ৬৭ আর ছেলেদের পাসের হার ৭৬ দশমিক ৭২।


জিপিএ-৫ পেয়েছে মেয়েরা ২ হাজার ৩৭৪ আর ছেলেদের এই সংখ্যা ২ হাজার ১০৯টি। গেল বছরের পাসের হার ছিলো ৭৭ দশমিক ৪১ আর জিপিএ-৫ পেয়েছিলো ৪ হাজার ১৮৯ জন। সোমবার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই ফলাফল প্রকাশ করা হবে।


বিবার্তা/জসিম/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com