শিরোনাম
অলস সময় পার করেছেন পঞ্চগড় রেজিস্ট্রি অফিসের কর্মচারীরা
প্রকাশ : ৩১ মে ২০২০, ১৬:১৯
অলস সময় পার করেছেন পঞ্চগড় রেজিস্ট্রি অফিসের কর্মচারীরা
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সব সময় ব্যস্ত সময় পার করতেন জেলা রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও কর্মকর্তা-কর্মচারীরা। লোকজনে ভরপুর থাকতো রেজিস্ট্রি অফিস কার্যালয় চত্বর। করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার আশঙ্কায় সমস্ত অফিস আদালত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। তারই ধারাবাহিকতা দীর্ঘ ৬৬ দিন অতিবাহিত করেন পঞ্চগড় জেলা রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও কর্মকর্তা-কর্মচারীরা।


রবিবার (৩১ মে) সাধারণ ছুটির মেয়াদ শেষ হওয়ায় প্রথম কার্যদিবসে অলস সময় পার করছেন তারা। লোকজনের তেমন কোনো ভীড় নেই। দলিল সম্পাদনেরও কোনো তাড়া নেই।


জেলা সাব রেজিস্ট্রার বজলুর রহমান মন্ডল জানান, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে স্বাস্থ্যবিধি মেনেই আমরা অফিসের কার্যক্রম শুরু করেছি। এখনও মানুষ জানেন না অফিস খোলা আছে কি-না।


অফিস খোলা রয়েছে সাধারণ মানুষের মাঝে জানাজানি হলেই জমিজমার দলিল সম্পাদনসহ সকল কার্যক্রম স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


বিবার্তা/বিপ্লব/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com