শিরোনাম
টাঙ্গাইলে নতুন করে ১৯ জনের করোনা শনাক্ত
প্রকাশ : ৩১ মে ২০২০, ১৫:৪৬
টাঙ্গাইলে নতুন করে ১৯ জনের করোনা শনাক্ত
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলে নতুন করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬৫ জনে।


রবিবার (৩১ মে) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।


নতুন আক্রান্তদের মধ্যে নাগরপুরে পাঁচজন, দেলদুয়ারে তিনজন, গোপালপুরে তিনজন, মধুপুরে দুইজন, ঘাটাইলে একজন, কালিহাতীতে একজন, সখীপুরে একজন, মির্জাপুরে একজন আর টাঙ্গাইল সদর উপজেলায় দুইজন রয়েছেন।


সিভিল সার্জন জানান, ১৩২ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে টাঙ্গাইলে আক্রান্তের সংখ্যা ১৬৫ জনে দাঁড়ালো। আক্রান্তদের মধ্যে ১১৯ জন চিকিৎসাধীন রয়েছেন। ৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আর মৃত্যুবরণ করেছেন চারজন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ৯০৯৮ জন। এখন পর্যন্ত এ জেলায় নমুনা সংগ্রহ হয়েছিল ৪ হাজার ৯৫৭টি। এর মধ্যে নেগেটিভ এসেছে ৪ হাজার ৪০৮টি। শনিবার এ জেলা থেকে ঢাকায় নমুনা পাঠানো হয়েছে ৭৮টিসহ মোট ৩৮৪টি নমুনার ফলাফল এখনও পাওয়া যায়নি।


বিবার্তা/তোফাজ্জল/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com