শিরোনাম
বিশ্বনাথ থানার ৩৬ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত
প্রকাশ : ৩১ মে ২০২০, ০৯:২৩
বিশ্বনাথ থানার ৩৬ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিলেটের বিশ্বনাথ থানা পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এই থানায় কর্মরত মোট ৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট ৪২ জনের জনবলের এই থানার কার্যক্রম চলছে বিশেষ ব্যবস্থায়।


সর্বশেষ শনিবার (৩০ মে) বিশ্বনাথ থানা পুলিশের এএসআই সাইফুর রহমান (৩৪) ও সাত কনস্টেবলসহ আট পুলিশ সদস্যের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত সাত কনস্টেবল হলেন- মাসুদ তালুকদার (২৫), মুন্না আহমেদ (২০), আফজাল হোসেন (২০), সুজিত চন্দ্র দাস (২১), ইসহাক উদ্দিন (২১), সাব্বির হোসেন তন্ময় (২১) ও রাজিব (২৫)।


এ নিয়ে বিশ্বনাথ থানার এসআই, পিএসআই, টিএসআই, এএসআই, এটিএসাই ও কনস্টেবলসহ ৩৬ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে এসআই, এএসআই ও কনস্টেবলসহ এ পর্যন্ত ১১ জন পুলিশ সদস্য সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন থানার এসআই দেবাশীষ শর্ম্মা।


তিনি বলেন, শনিবার বিশ্বনাথ থানা পুলিশের এএসআই সাইফুর রহমানসহ আরো আট পুলিশ সদস্যের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমান মুসা বলেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হয়। সেখান থেকে শনিবার তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com