শিরোনাম
মানিকগঞ্জে করোনা শনাক্ত আরো ৮
প্রকাশ : ৩০ মে ২০২০, ১৫:৫৩
মানিকগঞ্জে করোনা শনাক্ত আরো ৮
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মানিকগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো আট জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪০।


শনিবার (৩০ মে) সকালে সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, শুক্রবার দিবাগত মধ্যরাতে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।


সিভিল সার্জন জানান, নতুন আক্রান্ত আট জনের মধ্যে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাও রয়েছেন। তার গাড়িচালক, মেডিক্যাল অ্যাসিসট্যান্টও আক্রান্ত হয়েছেন। ঘিওর উপজেলায় দুই জনের করোনা শনাক্ত হয়েছে।


ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, এ পর্যন্ত মোট দুই হাজার ২৭৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সাভার ও ঢাকার বিভিন্ন পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে এক হাজার ৯৬২টির রিপোর্ট পাওয়া গেছে। এতে পজিটিভ পাওয়া গেছে ১ শত ৪০ জনের।


তিনি জানান, আক্রান্তদের মধ্যে ২১ জন জেলার বিভিন্ন হাসপাতালে এবং ৮৮ জন তাদের নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। অন্যরা সুস্থ হয়ে উঠেছেন।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com