শিরোনাম
লামায় নতুন করে করোনায় আক্রান্ত ২
প্রকাশ : ৩০ মে ২০২০, ১১:২৮
লামায় নতুন করে করোনায় আক্রান্ত ২
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবানের লামা উপজেলায় নতুন করে আরো দুইজনের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে। এ নিয়ে উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা বাড়ালো ১০ জনে।


শনিবার (৩০ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মোহাম্মদ রোবীন।


তিনি জানান, লামা পৌরসভা এলাকার চাম্পাতলী গ্রামের বাসিন্দা নুর মোহাম্মদ মিন্টু এবং গজালিয়া ইউনিয়নের বাইশপাডী পাডার বাসিন্দা উসাইজু মারমার কাশি, জ্বর ও গলা ব্যাথা অনুভূত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেওয়ার পর পরীক্ষার জন্য পাঠানো হয়। পরে তাদের নমুনা পরীক্ষার প্রতিবেদনে করোনা পজেটিভ আসে। ১৪দিন পর পরীক্ষার জন্য পূণরায় তাদের নমুনা সংগ্রহ করা হবে।


এ বিষযে লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি বলেন, প্রাণঘাতী করোনা সংক্রমন এডাতে আক্রান্ত দুইজনকে স্বাস্থ্য কমপ্লেক্সের আইশোলেশনে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হবে।


বিবার্তা/আরমান/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com