শিরোনাম
পঞ্চগড়ে করোনা আক্রান্ত আরো ৯
প্রকাশ : ৩০ মে ২০২০, ১০:৪০
পঞ্চগড়ে করোনা আক্রান্ত আরো ৯
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়ে ঢাকা ও নারায়নগঞ্জ ফেরত আরো ৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৪ জনে।


শনিবার (৩০ মে) সকালে ৯ জনের আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১ জন, আটোয়ারী উপজেলায় ২ জন,দেবীগঞ্জ উপজেলায় ৬ জন।


জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১ জনের বাড়ি পঞ্চগড় পৌরসভার রাজনগর এলাকায়। আটোয়ারী উপজেলার আক্রান্ত ২ জনের বাড়ি রাধানগড় ইউনিয়নের ছোটধাপ ও মির্জাপুর ইউনিয়নের আরাজী মন্ডলপাড়া এবং দেবীগঞ্জ উপজেলার আক্রান্ত ৬ জনের বাড়ি সুন্দরদিঘী ও ভাউলাগঞ্জ ইউনিয়নে।


সম্প্রতি তারা ঢাকা ও নারায়ণগঞ্জ হতে নিজ গ্রামের বাড়িতে ফেরেন এবং সবাই গার্মেন্টস কর্মী। তখন থেকে তারা নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। গত ২৭ মে তাদের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানোর পর ২৯ মে তাদের করোনা পজেটিভ আসে।


সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান জানান, এ পর্যন্ত ১০৮৮ জনের নমুনা সংগ্রহ করার পর ১০০৮ জনের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ৬৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে । অক্রান্তদের মধ্যে ১০ জন করোনা থেকে সুস্থ হয়েছেন এবং দুইজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন।


বিবার্তা/বিপ্লব/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com