শিরোনাম
সিলেটে র‌্যাবের ১৩ সদস্যসহ করোনা শনাক্ত ৪৮
প্রকাশ : ৩০ মে ২০২০, ০৮:২১
সিলেটে র‌্যাবের ১৩ সদস্যসহ করোনা শনাক্ত ৪৮
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিলেট বিভাগে র‌্যাবের ১৩ সদস্যসহ আরও ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের ৩১ জন ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে এবং ১৭ জন শাবিপ্রবির ল্যাবে শনাক্ত করা হয়।


শুক্রবার (২৯ মে) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় জানান, এদিন মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮২ জনের নমুনা পরীক্ষায় ৩১ জনের করোনা শনাক্ত হয়। নতুন আক্রান্তদের মধ্যে ১৮ জনই সিলেট সদরের।


এর মধ্যে র‌্যাব-৯ এর ১৩ সদস্য আছেন। এছাড়া বিয়ানীবাজার উপজেলার তিনজন, কানাইঘাটের চারজন, জকিগঞ্জের চারজন, জৈন্তাপুরের ও গোলাপগঞ্জের একজন করে রয়েছেন।


র‌্যাব-৯ এর মিডিয়া ইউংয়ের কর্মকর্তা (এএসপি) সামিউল বলেন, র‌্যাবের ১৩ সদস্য আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬১ জনে।


এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৯৫টি নমুনার মধ্যে ১৮৮ নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের সবাই সুনামগঞ্জের বাসিন্দা।


বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয় এ তথ্য নিশ্চিত করেছেন।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com