শিরোনাম
বরিশালে ৯ পুলিশসহ করোনা আক্রান্ত ২৩
প্রকাশ : ২৯ মে ২০২০, ০৯:৩৩
বরিশালে ৯ পুলিশসহ করোনা আক্রান্ত ২৩
বরিশাল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বরিশাল বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় ৯ পুলিশ সদস্য, ১ নার্সসহ বিভাগে ২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।


বৃহস্পতিবার (২৮ মে) রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।


বরিশাল স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডা. বাসু দেব জানান, গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে ২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত বিভাগে আক্রান্ত হয়েছেন ৩৩১ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ১১৪ জন আর মারা গেছেন ৭ জন।


এদিকে করোনা মহামারিতে এ যাবত বরিশাল মেট্রো এলাকায় ৩৬ পুলিশ সদস্য আর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলায় মোট ৮ নার্স করোনায় আক্রান্ত হয়েছেন।


বরিশাল পুলিশ হাসপাতাল সূত্রে, গত ২৪ ঘন্টায় মেট্রো এলাকার ৯ পুলিশ সদস্যসহ মোট ৩৬ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। জানা যায়, সর্ব প্রথম গত ১১ মে পুলিশ কর্মকর্তার এক গাড়ী চালক করোনায় আক্রান্ত হয়। এরপর একে একে ৩৬ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হন। এদের মধ্যে ৭ জনকে রাজধানীর রাজারবাগ হাসপাতাল এবং বাকীরা বরিশাল পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


জেলা সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন জানান, করোনা পরীক্ষার রিপোর্টে ৩০ বছর বয়সী শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এক নার্স করোনায় পজেটিভ পাওয়া গেছে। এর আগের দিন ২১ মে আপর এক নার্স এবং ২০ মে এক ব্রাদার করোনায় আক্রান্ত হন।


এর পূর্বে ১১ মে একই হাসপাতালের ৩১ বছর বয়সী এক নার্স করোনায় আক্রান্ত হন। বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নার্স করোনায় আক্রান্ত হন। এ পর্যন্ত জেলাতে ৮ সেবক ও সেবিকা করোনায় আক্রান্ত হয়েছে।


বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, আক্রান্ত নার্সদের মধ্যে ৩ জনকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে এবং বাকীদের হোমকেয়ান্টাইনে রাখা হয়েছে।


বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, গত ২৪ ঘন্টায় বরিশাল জেলায় ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছেন ১৩৭ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৪১ জন আর মারা গেছেন ১ জন।


বিবার্তা/জসিম/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com