শিরোনাম
বিরামপুরে ৪ হাজার বোতল রেক্টিফাইট স্পিরিট উদ্ধার
প্রকাশ : ২৯ মে ২০২০, ০৯:১৫
বিরামপুরে ৪ হাজার বোতল রেক্টিফাইট স্পিরিট উদ্ধার
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিষাক্ত মাদক রেক্টিফাইট স্পিরিট পানে ৯ জনের মৃত্যুর পর দিনাজপুর প্রশাসনের টনক নড়েছে। বিরামপুরে উপজেলার এক হেমিও চিকিৎসালয় থেকে ৪ হাজার ১০৪ বোতল রেক্টিফাইট স্পিরিট (অ্যালকোহল) উদ্ধার করা হয়েছে।


হোমিও চিকিৎসার আড়ালে বিষাক্ত মাদক বিক্রির অভিযোগ রয়েছে এসব হোমিও চিকিৎসালয়গুলোর বিরুদ্ধে। আর বিষাক্ত সেই কথিত মাদক রেক্টিফাইট স্পিরিট পান করে বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত স্বামী-স্ত্রীসহ এক উপজেলাতেই মৃত্যু হয়েছে, ৯ জনের। এঘটনায় ওই দিনেই এক কথিত হোমিও চিকিৎসক আব্দুল মান্নানকে আটক করেছে পুলিশ।


বৃহস্পতিবার (২৮ মে) মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজিউল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান ও বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী মিথুন সরকার এই অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় সরকার হোমিও এর স্বত্ত্বাধিকারী ডা. আসাদ সরকারের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর বিরামপুর থানায় একটি মামলা দায়ের করেছে।


মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের দিনাজপুর কার্যালয়ের পরিদশর্ক লোকমান হোসেন জানান, বিরামপুরে বেশ কিছু হোমিও চিকিৎসালয়ে অবৈধ্যভাবে রেক্টিফাইট স্পিরিট (অ্যালকোহল) বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সরকার হোমিও চিকিৎসালয়ে একটি বিশেষ অভিযান চালানো হয়েছে। এসময় ওই চিকিৎসালয় থেকে ১৯ টি কার্টুনে ৪ হাজার ১০৪ বোতল রেক্টিফাইট স্পিরিট’র বোতল উদ্ধার করা হয়।


বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান জানান, উপজেলায় যুবকরা রেক্টিফাইট স্পিরিট জাতীয় (অ্যালকোহল) খেয়ে নেশা জড়িয়ে যাচ্ছিল এমন অভিযোগে সেখানে অভিযান চালিয়ে ওই রেক্টিফাইট বোতলগুলো জব্দ করা হয়। এছাড়াও উপজেলায় কোন হোমিও চিকিৎসালয়ে নিময় বহির্ভূতভাবে কেউ যেন এর অপব্যবহার করতে না পারে সে জন্য সর্বদা সজাগ দৃষ্টি রাখা হয়েছে।


বিবার্তা/শাহী/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com