শিরোনাম
জয়পুরহাটে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় হুইপ স্বপন
প্রকাশ : ২৮ মে ২০২০, ২১:১০
জয়পুরহাটে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় হুইপ স্বপন
জয়পুরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত জয়পুরহাটের ক্ষেতলাল ও কালাই উপজেলার বিভিন্ন গ্রাম ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নিয়ে সহযোগিতার জন্য তাৎক্ষণিকভাবে ১০ লাখ টাকা অনুদান প্রদান করেন।


বৃহস্পতিবার দুপুরে পরিদর্শনকালে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেন, ‘এ ধরণের দুর্যোগে মানুষের কোনো হাত নেই। আল্লাহ আমাদের দুর্যোগ দিয়েছেন। কাজেই দুর্যোগ মোকাবেলা করেই আমাদের বেঁচে থাকতে হবে। আপনারা কেউ মনোবল হারাবেন না। সরকার আপনাদের পাশে আছে। সাধ্যমত সব সহযোগিতা দেয়া হবে’।


পরিদর্শনকালে কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোবারক হোসেন, ক্ষেতলালের নির্বাহী অফিসার আরাফাত রহমান সহ স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


গত মঙ্গলবার রাতে ঘুর্ণিঝড়ের প্রবল আঘাতে জয়পুরহাট সদর, ক্ষেতলাল ও কালাই উপজেলার প্রায় পাঁচ হাজার ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। দেয়াল চাপায় নিহত হয় চারজন। উপড়ে পড়ে সাড়ে পাঁচ হাজার গাছ ও বৈদ্যুতিক খুঁটি। ব্যাপক ক্ষতি হয় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের। ঝড় ও বৃষ্টিতে ডুবে যায় প্রায় তিন হাজার হেক্টর বোরো ধান।


বিবার্তা/সোহেল/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com