শিরোনাম
সাতক্ষীরায় ৬০ টন কাবিখার গম উদ্ধার
প্রকাশ : ২৮ মে ২০২০, ১৮:৩৩
সাতক্ষীরায় ৬০ টন কাবিখার গম উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাতক্ষীরায় প্রায় ৬০ টন কাবিখার গম উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় গোটা জেলাব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


বুধবার (২৭ মে) রাতে দিকে সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলার ভাড়াশিমলার মনি মুক্তা নামক চালের মিল থেকে এ গম উদ্ধার করে পুলিশ।


জানা গেছে, শ্যামনগরের বিভিন্ন উন্নয়ন খাতে বরাদ্দ করা হয় এসব গম। কাবিখা প্রকল্পের এ গম কাজ না করেই গম উত্তোলন করে বিক্রির জন্য গোডাউনে মজুত করে রাখা হয়। পরবর্তীতে শ্যামনগরের সুমি এন্টারপ্রাইজের মালিক মোজাফফরের কাছে বিক্রয় করে।


মোজাফফর কালিগঞ্জ উপজেলার আলোচিত ব্যাবসায়ী মুক্তা মনি এন্টার প্রাইজের মালিক আব্দুল গফ্ফারের কাছে বিক্রয় করেন। ওই গম ট্রাকে নিয়ে তার গফফারের গোডাউনে নামানোর সময় পুলিশ গম আটক করে।


শ্যামনগরের সুমি এন্টারপ্রাইজের মালিক মোজাফফর রহমান বলেন, কাবিখার গম ক্রয় করা আইন অবৈধ। কিন্তু এসব ক্রয়-বিক্রয় হয়। সে কারণে আমি শ্যামনগরের কিছু মেম্বরদের কাছ থেকে ক্রয় করে মুক্তামনি এন্টারপ্রাইজের মালিক গফফারের কাছে বিক্রয় করেছি। তবে মুক্তামনি এন্টারপ্রাইজের মালিক গফফারের কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, কালিগঞ্জ উপজেলার একটি গোডাউনে বিপুল পরিমাণ গম নামানো হচ্ছে এমন খবরে পুলিশ অভিযান চালায়। গমের চালানটি এসেছে শ্যামনগর থেকে। বিক্রিকৃত গম নিশ্চিত হওয়ার পর পুলিশের একটি টিম আব্দুল গফ্ফারের চালের মিলে অভিযান চালান। আটক করা হয় ৬০ টনের মত গম। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।


এ ব্যাপারে কথা বলার জন্য জেলা খাদ্য কর্মকর্তার জাকির হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, কাবিখার গম এটা। অনেক সময় শ্রমিকরা গম নিতে চান না। সেক্ষেত্রে চেয়ারম্যান মেম্বররা বিক্রয় করে থাকেন। এমনটি হলেও হতে পারে। বিস্তারিত না জেনে মন্তব্য করা যাবে না।


বিবার্তা/সেলিম/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com