শিরোনাম
ফেনীতে ইউপি চেয়ারম্যানসহ আরো ৮ জনের করোনা শনাক্ত
প্রকাশ : ২৮ মে ২০২০, ১১:০০
ফেনীতে ইউপি চেয়ারম্যানসহ আরো ৮ জনের করোনা শনাক্ত
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসে ফেনীতে এক উপজেলা পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ আরো ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৮৯ জন আক্রান্ত হয়েছেন।


বুধবার (২৭ মে) রাতে ফেনীর সিভিল সার্জন ডা. মো. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, আক্রান্ত চেয়ারম্যান ক্ষমতাসীন দলের সহযোগী একটি সংগঠনের জেলার শীর্ষ নেতা। অপর ৪ জনের বাড়ি দাগনভূঞা সদর ইউনিয়নের পূর্ব জগতপুর ও ইয়াকুবপুর ইউনিয়নের বিজয়পুরে। তারা ঈদ উপলক্ষ্যে ঢাকা থেকে গ্রামে এসেছেন। অন্য ৩ জনের মধ্যে সদর উপজেলার ২ জন ও একজন সোনাগাজী উপজেলার বাসিন্দা।


তিনি আরো জানান, গত ১৬ এপ্রিল জেলায় প্রথম এক যুবক করোনায় আক্রান্ত হয়। এরপর দেড় মাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯ জনে।


এর মধ্যে সদর উপজেলায় ২৯ জন, ছাগলনাইয়ায় ১৪ জন, দাগনভুঞার ১৯ জন, সোনাগাজীতে ১১ জন, পরশুরামে ৭ জন, ফুলগাজীতে ৫ জন। অপর ৪ জন পাশ্ববর্তী চট্টগ্রাম, মিরসরাই্, চৌদ্দগ্রাম ও সেনবাগের বাসিন্দা। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৮ জন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com