শিরোনাম
বগুড়ায় নতুন করে আরো ৫০ জন করোনায় আক্রান্ত
প্রকাশ : ২৮ মে ২০২০, ০৯:৩৮
বগুড়ায় নতুন করে আরো ৫০ জন করোনায় আক্রান্ত
বগুড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ায় নতুন করে আরো ৫০ জনের দেহে করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪০ জন।


বুধবার (২৭ মে) রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।


সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ৩৬ জন ও নারী ১৪ জন। সবার বয়স এক বছর থেকে সর্বোচ্চ ৭৩ বছরের মধ্যে। এদের মধ্যে বগুড়া সদরের ৩৩ জন, গাবতলীর আটজন, শাজাহানপুরের পাঁচজন, সোনাতলার দুইজন, কাহালু ও নন্দীগ্রামের একজন করে রয়েছেন।


বুধবার তিন শিফটে নমুনা পরীক্ষা হওয়ায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে ২৮২ জনের ফলাফল এসেছে। এর মধ্যে বগুড়ার ১৬৬ (৫০ পজিটিভ), জয়পুরহাটের ৪৮ (১ পজিটিভ), সিরাজগঞ্জের ৬৫ (১ পজিটিভ) এবং গাইবান্ধার ৩ (সব নেগেটিভ)।


বগুড়ায় এখন পর্যন্ত মোট ২৪০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন। মারা গেছেন একজন। চিকিৎসাধীন রয়েছেন ২২১ জন।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com