শিরোনাম
কুড়িগ্রামের ধরলা নদীতে নৌকাডুবি, নিখোঁজ ৪
প্রকাশ : ২৮ মে ২০২০, ০৮:২০
কুড়িগ্রামের ধরলা নদীতে নৌকাডুবি, নিখোঁজ ৪
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের উলিপুরে বিয়েবাড়ি থেকে ফেরার পথে নৌকা ডুবে কনের বাবাসহ চারজন নিখোঁজ রয়েছেন।


বুধবার (২৭ মে) সন্ধ্যায় উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ধরলা নদীতে এ ঘটনা ঘটে।


নিখোঁজরা হলেন- উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই এলাকার কনের বাবা নুরু ইসলাম (৬০), আমেনা খাতুন (৬১), জব্বার আলী (৪৫) ও কমর জামান (৪২)।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৪টার দিকে বরের বাড়িতে দাওয়াত খেয়ে ৫০ জন একটি নৌকায় করে বাড়ি ফিরছিলেন। পথে ধরলা নদীতে হঠাৎ ঝড়-বৃষ্টির কবলে পড়ে। নৌকায় থাকা লোকজন বৃ‌ষ্টি ‌থেকে রেহাই পেতে প‌লি‌থিন নিয়ে টানাটা‌নি শুরু করলে নৌকা‌টি উল্টে যায়।


এ সময় অন‌্যান‌্য লোকজন সাঁতরে কিনারায় আসতে পারলেও মেয়ের বাবাসহ চারজনের খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় ওই এলাকায় শোকের মাতম চলছে।


এ বিষয়ে বু‌ড়াবু‌ড়ি ইউনিয়নের চেয়ারম‌্যান আবু তালেব সরকার বলেন, খবর পেয়ে উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে এলেও ডুবুরি না থাকায় উদ্ধার কাজ শুরু করতে পারেনি। তবে স্থানীয় লোকজন তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।


উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত‌্যতা নি‌শ্চিত করেছেন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com