শিরোনাম
শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরিতে করোনা সংক্রমণের শঙ্কা
প্রকাশ : ২৭ মে ২০২০, ২২:২৯
শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরিতে করোনা সংক্রমণের শঙ্কা
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

হাজারো বিপত্তি পিছনে ফেলে যেমন ঈদের আগে বাড়িতে ফিরেছিলো দক্ষিণাঞ্চলের মানুষ, ঠিক একইরকমভাবে কর্মস্থলে ফিরতে শুরু করেছে তারা। ফলে শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরিঘাট থেকে করোনার সর্বোচ্চ সংক্রমণের শঙ্কা করা হচ্ছে।


গণপরিবহন বন্ধ থাকায় মোটরসাইকেল, মাইক্রোবাস, ইজিবাইকে ভেঙে ভেঙে ঢাকাসহ বিভিন্ন জেলায় ফিরছে মানুষ। আর এতে চরম ঝুঁকির সাথে খরচ হচ্ছে ৪/৫ গুণ অর্থ। ঘাটে এসে পড়ছে আরো বিপত্তিতে। লঞ্চ, স্পিডবোট বন্ধ থাকায় ফেরিতে গাদাগাদি করে পার হতে গিয়ে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি।


বিআইডব্লিউটিসি কর্মকর্তা ভজন কুমার সাহা সংক্রমণ কমাতে লঞ্চ ও স্পিডবোট চালুর করার দাবি জানিয়েছেন। সেইসাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘাটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান।


বিবার্তা/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com