শিরোনাম
বরিশালে অতি বৃষ্টিতে তলিয়ে গেছে অধিকাংশ সড়ক
প্রকাশ : ২৭ মে ২০২০, ১৩:৫৫
বরিশালে অতি বৃষ্টিতে তলিয়ে গেছে অধিকাংশ সড়ক
বরিশাল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টানা আড়াই ঘন্টা বৃষ্ট্রিপাতের কারণে বরিশাল নগরী সদর রোডসহ বেশকিছু এলাকার সড়কগুলো পানির নিচে তলিয়ে গেছে।


বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৮ টা থেকে শুরু হওয়া এই বৃষ্টিপাতের পরিমান ৯৭ মিলিমিটার রেকর্ড করেছে বরিশাল আবহাওয়া অফিস।


আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মো. আনিচ জানায়, বৃষ্টিপাতের সময় ঘন্টায় ৩১ কিলোমিটার বাতাসের গতিবেগ ছিল। এখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যা আরো একদিন স্থায়ীত্ব হতে পারে।


তিনি আরো জানান, এটা উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের ফলে হয়েছে। এজন্য বরিশাল নদী বন্দরের জন্য ২ নম্বর এবং পায়রা সমুদ্র বন্দরের জন্য ৩ নম্বর সতর্ক সংকেত রয়েছে।


এদিকে টানা আড়াই ঘন্টা বৃষ্টির কারণে বরিশাল নগরীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। যারা অতি প্রয়োজনে ঘর থেকে বর হয়েছেন, তাদের সড়কে চলাচল করতে ব্যাঘাত সৃষ্ট্রি হয়। সকালে বেলা বৃষ্টি হওয়াতে শ্রমজীবী মানুষের যেমন সমস্যা হয়েছে তেমনি আজ ইদের বন্ধের পর অফিস খোলায় কর্মচারীদের অফিসে যেতে বেগ পেতে হয়েছে। তবে তারা অভিযোগ করেন, অতি বৃষ্টি হলেও ড্রেনেজ ব্যবস্থা অপরিকল্পিত হওয়ায় পানি জমছে সদর রোডসহ বিভিন্ন সড়ক তলিয়ে গেছে।


বিবার্তা/জসিম/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com