শিরোনাম
ফেনীতে পুলিশসহ আরো ৪ জনের করোনা শনাক্ত
প্রকাশ : ২৭ মে ২০২০, ১৩:৪৪
ফেনীতে পুলিশসহ আরো ৪ জনের করোনা শনাক্ত
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনীতে আরো ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮১ জনে।


বুধবার (২৭ মে) সকালে সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।


জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগার থেকে পাঠানো প্রতিবেদনে করোনা চার জনের পজিটিভ আসে। আক্রান্ত ৪ জনের মধ্যে দুইজন শহরের ডাক্তারপাড়ায় বসবাস করেন। একজন উকিল পাড়া ও একজন সোনাগাজীর বাসিন্দা। আক্রান্তদের সবাই পুরুষ। তাদের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। এদের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছে।


জেলা করোনা নিয়ন্ত্রণ কক্ষের সমন্বয়ক ডা. শরফুদ্দিন মাহমুদ জানান, মঙ্গলবার পর্যন্ত ১ হাজার ২৭১ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ থেকে মঙ্গলবার ১ হাজার ১শ' ৬ জনের প্রতিবেদন আসে।


জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ জনে। এর মধ্যে সদর উপজেলায় ২৭ জন, ছাগলনাইয়ায় ১৪ জন, দাগনভুঞার ১৪ জন, সোনাগাজীতে ১০ জন, পরশুরামে ৭ জন, ফুলগাজীতে ৫ জন। বাকি ৪ জন পাশ্ববর্তী চট্টগ্রাম, মিরসরাই, চৌদ্দগ্রাম ও সেনবাগের বাসিন্দা। এ পর্যন্ত ৩৬ জন সুস্থ হয়েছে। মারা গেছেন ২ জন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com