শিরোনাম
বরগুনায় আগুনে পুড়ে ১৪ দোকান ছাই
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০১৬, ১১:২২
বরগুনায় আগুনে পুড়ে ১৪ দোকান ছাই
বরগুনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বরগুনা সদর ও আমতলী উপজেলায় পৃথক অগ্নিকাণ্ডে ১৪টি দোকান পুড়ে গেছে। বুধবার রাতে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


উপজেলার ৯ নম্বর এম বালিয়াতলী ইউনিয়নের চালিতাতলী বাজারে ছয়টি ও আমতলীর বাঁধঘাটে দু’টি এবং উপজেলার আমড়াগাছিয়া বাজারের ছয়টি দোকান রয়েছে।


এলাকাবাসী জানায়, বুধবার রাত সাড়ে ১১টায় বরগুনা ও আমড়াগাছিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। আগুনে মুদি দোকান, ফার্মেসি, ইলেক্ট্রনিক্স, সৌর সোলারের দোকান ও কীটনাশক বিক্রির দোকান পুড়ে গেছে।


আমতলী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ার হাউজ পরিদর্শক হারুন-অর-রশিদ জানান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।


বৃহস্পতিবার সকাল ৮টায় ঘটনাস্থল পরিদর্শন করেন বরগুনা জেলা প্রশাসক ড. মো. বশিরুল আলম। এসময় ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com