শিরোনাম
রংপুরে বাস খাদে পড়ে নিহত ২
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৬, ১০:৫৩
রংপুরে বাস খাদে পড়ে নিহত ২
রংপুর ব্যুরো
প্রিন্ট অ-অ+

রংপুরের কাউনিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ঘটনাস্থলেই চালক পলাশসহ (৩৩) দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ২৫ জন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বেইলী ব্রিজ এলাকার রহিমের বাজারে এ দুর্ঘটনা ঘটে।


নিহত পলাশ ঢাকার যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা। নিহত আরেকজন যাত্রী অনিতা (৩৩)।


পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামের নাগেশ্বরীগামী সাদ্দাম পরিবহনের (চট্টগ্রাম-ব-১১-০২৭৫) একটি যাত্রীবাহী বাস ওই এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি রাস্তার পাশে উল্টে গেলে চালক পলাশ ও অনিতা ঘটনাস্থলেই মারা যান।


আহত হন- রিয়াজুল (৩৩), তার স্ত্রী জেসমিন (২৫), তাদের ছেলে রাসেল (৮), মাইদুল (৩৫), আতাউর (৩৩), রফিকুল (৩২), মাসুদ রানা (৩০), জহুরা বেগম (৩৮), নুজরুজ্জামান (৪৮), হামিনা (৩০), রাশেদাসহ (২৫) ২৫ জন। তাদের সকলের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলায় বলে জানা গেছে।


আহতদের মধ্যে রফিকুল, হাসিনা, রিয়াজুল, রাসেল ও জেসমিনসহ আটজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় রংপুর-কুড়িগ্রাম ও রংপুর-লালমনিরহাট সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।


কাউনিয়া থানার ওসি আব্দুল কাদের জিলানি দুর্ঘটনার বিষয়টি নিশ্চত করে জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা যান চলাচল স্বাভাবিক করতে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।


বিবার্তা/জেমি/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com