শিরোনাম
শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ভিড়
প্রকাশ : ১৮ মে ২০২০, ২১:১৯
শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ভিড়
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দক্ষিণাঞ্চলে ২১টি জেলার যোগাযোগ সহজতম মাধ্যম শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুট। ঈদের ছুটি কাটাতে ইতিমধ্যে ঢাকা ত্যাগ করে পদ্মা পাড়ি দিয়ে স্ব স্ব গন্তব্যে যাচ্ছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।


সোমবার (১৮ মে) সকাল থেকে ঘাট এলাকায় মানুষের চাপ রয়েছে চোখে পড়ার মতো।


শিমুলিয়া ঘাটের মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ হেলাল উদ্দিন জানান, ঘাটে যানবাহনের পাশাপশি যাত্রীদের চাপ অত্যাধিক।গণপরিবহন বন্ধ থাকলেও ঢাকা থেকে দক্ষিনাঞ্চলে যাত্রীরা পায়ে হেঁটে, মোটরসাইকেল, অটোরিক্সা করে ঘাট এলাকায় আসছে। এমনকি রাতে যাত্রীরা ট্রাকে করে ঘাট এলাকায় এসে অবস্থান করছে যাতে সকাল সকাল পদ্মা পাড়ি দিতে পারে।


তিনি আরো জানান, করোনা পরিস্থিতি উপেক্ষা করে কয়েকদিন আগে যেমন কর্মস্থানে যাওয়ার জন্য দক্ষিনাঞ্চলে যাত্রীদের চাপ ছিলো ঘাটে। তেমন আজও সকল বাঁধা উপেক্ষা করে বাড়ি ফিরছে মানুষ।


বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ম্যানেজার ম্যারিনা আহামদ আলী জানান, কর্তৃপক্ষ পক্ষ ৪ টি ফেরি চলাচলের নির্দেশ প্রদান করায়।ওইসব ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। এখন যেরকম চাপ রয়েছে তা বেলা বারার সাথে সাথে কমে যাবে।


বিবার্তা/তারিকুল/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com