শিরোনাম
পঞ্চগড়ে ঢাকা ফেরত বৃদ্ধের করোনা শনাক্ত, মোট ২০
প্রকাশ : ১৮ মে ২০২০, ১৯:২৫
পঞ্চগড়ে ঢাকা ফেরত বৃদ্ধের করোনা শনাক্ত, মোট ২০
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়ের বোদায় ঢাকা ফেরত ৬৫ বছরের এক বৃদ্ধের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা ২০ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৭ জন।


সোমবার (১৮ মে) সকালে সিভিল সার্জন ডা. ফজলুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।


জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, করোনা আক্রান্ত বৃদ্ধ তার স্ত্রী মারা যাওয়ায় ১৫ মে স্ত্রীর মরদেহ নিয়ে ঢাকা থেকে পরিবারসহ বাসায় ফিরেন। তিনি কিডনী সমস্যাজনিত কারণে নিয়মিত থেরাপীসহ চেকাপ করাতেন। হোম কোয়ারেন্টাইনে থাকা তার পরিবারের চার জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। বৃদ্ধার করোনা সনাক্তের পর আশপাশে কয়েকটি বাড়িতে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।


সিভিল সার্জন ডা ফজলুর রহমান বলেন, এ পর্যন্ত জেলায় ৭৮৭টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে প্রাপ্ত ৭৫৬ জনের রিপোর্টে ২০ জনের করোনা সনাক্ত হয়েছে। এদের মধ্যে ৭ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।


বিবার্তা/বিপ্লব/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com