শিরোনাম
দৌলতপুরে করোনা আক্রান্ত পুলিশ সদস্যের বাড়ি লকডাউন
প্রকাশ : ১৭ মে ২০২০, ১৩:৩৯
দৌলতপুরে করোনা আক্রান্ত পুলিশ সদস্যের বাড়ি লকডাউন
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে নতুন করে করোনা আক্রান্ত এক পুলিশ সদস্যের বাড়ি লকডাউন করেছে প্রশাসন।


শনিবার (১৬ মে) রাতে দৌলতপুর থানা পুলিশ ঢাকা থেকে আসা করোনা আক্রান্ত ওই পুলিশের বাড়ি লকডাউন করে।


উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সাদীপুর এলাকার ইনু মল্লিকের ছেলে এনামুল হকের (৪৫) করোনা পজেটিভ সংবাদ রবিবার সন্ধ্যায় কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্র নিশ্চিত করার পরই তার বাড়ি লকডাউন করে দেয় প্রশাসন।


ঢাকায় পুলিশে কর্মরত এনামুল হক দু’দিন আগে বাড়ি আসলে তার করোনা নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া ল্যাবে পাঠানো হয়। রবিবার সন্ধ্যায় তার করোনা পজেটিভ সংবাদ দৌলতপুর উপজেলা প্রশাসনকে নিশ্চিত করে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়।


এ নিয়ে জেলায় মোট ২৪ জন করোনা আক্রান্ত হলে তারমধ্যে দৌলতপুরেই রয়েছে দুই পুলিশসহ ১০জন।


বিবার্তা/শরীফুল/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com