শিরোনাম
সংবাদ প্রকাশের পর ভন্ড ফকিরের আস্তানা ভেঙ্গে দিলো পুলিশ
প্রকাশ : ১৬ মে ২০২০, ১৩:২১
সংবাদ প্রকাশের পর ভন্ড ফকিরের আস্তানা ভেঙ্গে দিলো পুলিশ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে ভন্ড ফকিরের আস্তানা ভেঙ্গে দিয়েছে পুলিশ। শুক্রবার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও প্রচার হলে দৌলতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ফকিরের আস্তানা ভেঙ্গে দেয়। এসময় আল আমিন নামে ওই ভন্ড ফকিরকে আস্তানা থেকে অন্যত্র সরিয়ে দেয়া হয়।


এদিকে ভন্ড ফকিরের আস্তানা ভেঙ্গে দেওয়ায় ওই এলাকার মুসল্লি ও জনমনে স্বস্তি ফিরেছে।


এলাকাবাসী জানায়, শুক্রবার দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমানের নির্দেশে দৌলতপুর থানা পুলিশ ফিলিপনগর ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের পদ্মা নদীর পাড় ঘেষে গড়ে ওঠা ফকিরের আস্তানায় অভিযান চালিয়ে তা ভেঙ্গে দেয় এবং আস্তানার ভন্ড ফকিরকে এলাকা ছাড়ার নির্দেশ দেয়া হয়। নির্দেশ পেয়ে ভন্ড ফকির এলাকা ছেড়ে অন্যত্র চলে যায়।


উল্লেখ্য দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের পদ্মা নদীর পাড় ঘেষে হঠাৎ করেই কথিত এক ভন্ড ফকিরের আর্বিভাব হয়।রাতারাতি গড়ে তোলা হয় আস্তানা। সেখানে পিপড়ের লাইনের মত ভন্ড ভক্তদের সারি পড়ে যায়। মহামারী করোনার কারণে সামাজিক দূরত্ব বজায় ও জনসমাগম এড়িয়ে চলার সরকারী নির্দেশনা জারি করা হলেও ওই ফকিরের আস্তনায় এ বিধি নিষেধের কোনটিই মানা হচ্ছিলো না। সবসময়ই সেখানে মাস্কবিহীন নেশাখোর ভক্তদের পদচারনা চলছিলো। সেখানে নিয়মিত বসানো হচ্ছিল গাঁজা সেবনের আসর।


পবিত্র রমজান মাসে ভন্ড ফকিরের আস্তানায় অপবিত্র ও অশ্লীল কর্মকান্ড চলার কারণে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছিল। এরই সূত্র ধরে ভন্ড ফকিরের আস্তানার খবর সংবাদ মাধ্যমে প্রকাশ হলে প্রশাসনের টনক নড়ে। পরে দৌলতপুর থানা পুলিশ আস্তানায় অভিযান চালিয়ে তা ভেঙ্গে দেয়।


বিবার্তা/শরীফুল/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com