শিরোনাম
তানোর পৌরসভায় কোরআন শিক্ষার আসর চালু
প্রকাশ : ১৪ মে ২০২০, ১১:০১
তানোর পৌরসভায় কোরআন শিক্ষার আসর চালু
তানোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পবিত্র মাহে রমজান কোরআন নাজিলের মাস। তানোর পৌরসভায় কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে কোরআন শিক্ষার ব্যবস্থা করেছেন তানোর পৌর মেয়র মিজানুর রহমান মিজান। তানোর পৌরসভার হলরুমে সামাজিক দূরত্ব বজায় রেখে কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়েছে।


তানোর পৌর কাউন্সিলর ও কর্মকর্তা/কর্মচারীদের সাথে কথা বলে জানা গেছে, করোনার কারণে পৌরসভায় সকল প্রকার কাজকর্ম বন্ধ থাকলেও করোনার প্রভাবে এই দুর্যোগ মূহুর্তে জনগণের মাঝে সরকারের ত্রাণ বিতরণের জন্য পৌর কার্যালয়ে অবস্থান করতে হচ্ছে। রোজার কারণে যোহরের নামাজের পর বসে বসে খোশ গল্প আর আড্ডা দেয়া ছাড়া তেমন কোন কাজকর্ম থাকে না। এসময় সবাই মেয়রকে কোরআন শিক্ষার ব্যবস্থা চালুর কথা জানান। এর প্রেক্ষিতে গত ৯ মে থেকে পৌরসভার হলরুমে কোরআন শিক্ষার ব্যবস্থা চালু করা হয়।


তানোর পৌর মেয়র মিজানুর রহমান মিজান বলেন, পৌরসভার কাউন্সিলরসহ কর্মকর্তা/কর্মচারীরা অনেকেই কোরআন পড়তে জানেন না। করোনার প্রভাবে পৌরসভায় ছুটি রয়েছে কিন্তু সরকারের নির্দেশে ত্রাণ বিতরণের জন্য সকলকেই পৌর কার্যালয়ে থাকতে হচ্ছে। বেকার বসে না থেকে এই সুযোগে যেন সবাই কোরআন শিক্ষা গ্রহণ করতে পারেন সেজন্য একজন হাফেজ ডেকে কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়েছে।


বিবার্তা/অসীম/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com