শিরোনাম
টাঙ্গাইলে আরো ৪ জন করোনা আক্রান্ত
প্রকাশ : ১২ মে ২০২০, ১২:৫০
টাঙ্গাইলে আরো ৪ জন করোনা আক্রান্ত
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলে নতুন করে আরো চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৫ জন। নতুন আক্রান্তদের মধ্যে তিনজনের বাড়ি দেলদুয়ার উপজেলায় আর একজনের বাড়ি টাঙ্গাইল সদরে।


মঙ্গলবার (১২ মে) সকালে টাঙ্গাইল সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ও করোনা সংক্রান্ত ফোকাল পারসন ডা. আজিজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে চারজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ১০ মে ২৫৭ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়। এতে ১৪৮ জনের নমুনা পরীক্ষায় নেগেটিভ ফলাফল আসলেও চারজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে তিনজনের বাড়ি দেলদুয়ার উপজেলায় দেউলী ইউনিয়নে আর একজনের বাড়ি টাঙ্গাইল সদরের বাঘিল ইউনিয়নে।


জেলায় সব মিলিয়ে করোনায় আক্রান্ত ৫৫ জনের মধ্যে মির্জাপুরে ৯ জন, ভূঞাপুরে সাত, সখীপুরে ছয়, দেলদুয়ারে ১০, নাগরপুরে পাঁচ, গোপালপুরে চার, ধনবাড়ীতে চার, সদরে চার, কালিহাতীতে তিন, ঘাটাইল এক ও মধুপুর দুইজন রয়েছেন। ঘাটাইল ও মির্জাপুরে করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। মোট সুস্থ হয়েছেন ১১ জন। টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে মোট চিকিৎসাধীন রয়েছেন ১২ জন।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com