শিরোনাম
ভোলায় করোনা যুদ্ধে জয়ী বাবা-মেয়েকে শুভেচ্ছা জানালো প্রশাসন
প্রকাশ : ১১ মে ২০২০, ২৩:৩৮
ভোলায় করোনা যুদ্ধে জয়ী বাবা-মেয়েকে শুভেচ্ছা জানালো প্রশাসন
ভোলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভোলায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ১৩ দিনের মধ্যেই সুস্থ্য হয়ে উঠেছেন বাবা-মেয়েসহ ৩ জন।


সোমবার (১১ মে) দুপুরে জেলা স্বাস্থ্যবিভাগ করোনা যুদ্ধে জয়ী এই তিনজনকেই ছাড়পত্র দিয়েছে। এসময় জেলা প্রশাসন, জেলা পুলিশ ও জেলা স্বাস্থ্যবিভাগ তাদের করতালির মধ্য দিয়ে ফুলের শুভেচ্ছা জানায়। এ সময় উপহার হিসেবে তুলে দেয়া হয় ফল।


করোনা যুদ্ধে জয়ী হওয়ায় শুকরিয়া আদায় করেন ব্যবসায়ী মুজাহিদ ও তার পরিবার। সেখানকার ৪৫টি লকডাউনে ছিলেন। একই সাথে ৪৫টি বাড়ির লকডাউন প্রত্যাহার করে দেয়া হয়েছে।


এ সময় ভোলা পুলিশ সুপার সরকার মো. কায়সার, জেলা সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারুক আল মামুন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. শাহে আলম প্রমুখ উপস্থিত ছিলেন।


গত ২৮ এপ্রিল শহরের বিএভিএস রোড এলাকা বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী মোজাহিদুর রহমান ও তার কলেজ পড়ুয়া মেয়ে শানজিদা খানম মিম এবং ইলিশা এলাকার অপর এক ব্যক্তি করোনা সনাক্ত হয়। স্বাস্থ্যবিভাগের তত্ত্বাবধানে নিজ বাড়িতে আইসোলশনে থেকে তারা সবাই সুস্থ্য হয়ে উঠেন।


বিবার্তা/রিফাত/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com