শিরোনাম
নাটোরে বাগান থেকে ২০ ও ২১ মে থেকে নামানো শুরু আম-লিচু
প্রকাশ : ০৭ মে ২০২০, ২১:৪৬
নাটোরে বাগান থেকে ২০ ও ২১ মে থেকে নামানো শুরু আম-লিচু
নাটোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোর জেলায় ২০ মে থেকে আম ও ২১ মে থেকে লিচু গাছ থেকে নামানোর দিন নির্ধারণ করেছে জেলা প্রশাসন।


বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষি বিভাগ ও আম ব্যবসায়ীদের সাথে এক বৈঠক শেষে এই সিদ্ধান্ত দেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ।


জেলায় গোপাল ভোগ জাতের আম গাছ থেকে নামানো শুরু হবে ২০ মে । আর সর্বশেষ গাছ থেকে গৌরমতি জাতের আম নামানো শুরু হবে ১৫ আগস্ট। এছাড়া খিরসাপাত ২৮ মে, ল্যাংড়া ৬ জুন, লক্ষণ ভোগ ১ জুন, ফজলি ৩০ জুন এবং আম্রপলি ৩০ জন।


চলতি বছর নাটোর জেলায় ৫ হাজার ৫১৯ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। আর আম উৎপাদন হবে ৭৭ হাজার ৩০৫ মেট্রিক টন।


অপরদিকে চায়না-৩জাতের লিচু নামানো শুরু হবে ২১ মে থেকে। চলতি বছর নাটোর জেলা ৯৫৩ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। আর উৎপাদর হবে ৮হাজার ৩০৭ মেট্রিক টন লিচু।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com