শিরোনাম
নন্দীগ্রামে ৩০০ আনসার ভিডিপি সদস্যের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশ : ০৭ মে ২০২০, ১৭:৫০
নন্দীগ্রামে ৩০০ আনসার ভিডিপি সদস্যের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ার নন্দীগ্রামে কর্মহীন হয়ে পড়া ৩০০ জন দুস্থ আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।


বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলার মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে সামজিক দুরত্ব বজায় রেখে এ খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনী রাজশাহী রেঞ্জের পরিচালক ফখরুল ইসলাম।


এসময় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মুহাম্মাদ মেহেদী হাসান, নন্দীগ্রাম উপজেলা আনসার ভিডিপি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা লায়জুল ইসলাম, শেরপুর উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা মুহাম্মাদ সোহাগ আলম ও আদমদীঘি উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা হেলাল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।


বিবার্তা/মুনির/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com