শিরোনাম
জয়পুরহাটে ৫০০ পরিবারকে খাদ্যসামগ্রী দিলেন যুবলীগ নেতা
প্রকাশ : ০৬ মে ২০২০, ১৯:১৯
জয়পুরহাটে ৫০০ পরিবারকে খাদ্যসামগ্রী দিলেন যুবলীগ নেতা
জয়পুরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জয়পুরহাটে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া ৫০০ পরিবারের মাঝে নিজ উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন।


বুধবার (৬ মে) দুপুরে শহরের আর্দশ পাড়া এলাকায় কর্মহীন, অসহায় গরীব মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী (চাল, ডাল, আলু, তেল ও পেঁয়াজ ) বিতরণ করা হয়।


প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেয়ে আর্দশ পাড়ার আমেনা বেগম, সাখিদার পাড়ার বিউটি খাতুন, শান্তিনগরের হাফিজুর রহমানসহ হতদ্ররিদ্র মানুষগুলোর চোখে-মুখে খুশির আভাস লক্ষ্য করা গেছে। করোনা পরিস্থিতির দুর্দিনে এমন সাহায্য পেয়ে পরিজনদের নিয়ে চারটা ডালভাত খেতে পারবেন বলে যুবলীগ নেতাকে ধন্যবাদ জানিয়েছেন তারা।


জয়পুরহাট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন বলেন, করোনা প্রতিরোধে মানুষকে ঘরের মধ্যে কাটাতে হচ্ছে। কর্মহীন হয়ে পড়েছে খেটে-খাওয়া দিনমজুর মানুষগুলো। এই মানুষগুলোর কথা চিন্তা করে তাদের পাশে এই মুহূর্তে দাঁড়ানোকে একজন বিবেকবান মানুষের কাজ বলে মনে করি।


তাই সামাজিক দায়বদ্ধতা থেকে আমি এইসব মানুষদেরকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে চেষ্টা করে যাচ্ছি। এ কারণেই পৌর এলাকার অসহায়, দরিদ্র ও কর্মহীন হয়ে পড়া বেকার হয়ে পড়া প্রায় ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করেছি।


তিনি আরো বলেন, গত এক মাস থেকে সদর উপজেলার বিভিন্ন এলাকায় ৬ হাজার হত দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। পরিবার নিয়ে কষ্টে থাকা করোনা পরিস্থিতিতে আমার এই এলাকায় কোনো মানুষ না খেয়ে থাকবে না। বঙ্গবন্ধুর সোনার দেশে কোনো মানুষ না খেয়ে কষ্ট করবে না, আমরা তা করতে দিবো না।


এ সময় জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তমাল আহমেদ, প্রচার সম্পাদক উজ্জল সরকার, উপ দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন ও মিজানুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/সোহেল/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com