শিরোনাম
ধামইরহাটে প্রথম করোনা রোগী শনাক্ত
প্রকাশ : ০৬ মে ২০২০, ১০:০৬
ধামইরহাটে প্রথম করোনা রোগী শনাক্ত
ধামইরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নওগাঁর ধামইরহাটের আড়ানগর ইউনিয়নে প্রথম জ্বর সর্দি এবং কাশি নিয়ে ঢাকা ফেরত ২৮ বছরের এক যুবক করোনায় আক্রান্ত হয়েছেন।


মঙ্গলবার (৫ মে) বিকেলে রাজশাহী মেডিকেল থেকে পাঠানো করোনা রিপোর্টে তার নমুনা পজিটিভ আসে।


জানাগেছে, নওগাঁর ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নে নাম প্রকাশে অনিচ্ছুক ঐ যুবক দীর্ঘদিন ধরে ঢাকায় কর্মরত ছিল। দেশে করোনার কারনে অফিস আদালত ছুটি হলে সে গত ১৫ তারিকে নিজ বাড়ি আড়ানগরে আসে এবং হোম কোয়ারেইন্টাইনে থাকা অবস্থায় শেষের দিকে এসে তার শরীরে করোনার লক্ষণ নিয়ে জ্বর, কাশি দেখা দেয়।


পরে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। গত ২ এপ্রিল তার শরীরের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেলে পাঠানো হলে ৫ মে বিকেলে রাজশাহী মেডিকেল থেকে পাঠানো রিপোর্টে ঢাকা ফেরত যুবকের শরীরে করোনা ধরা পরে।


উপজেলা সাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ড. স্বপ্নন কুমার বিশ্বাস করে বলেন, ঢাকা ফেরত যুবক ১৫ এপ্রিল ঢাকা থেকে বাড়ি এলে আমরা তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিই। কিছুদিন পর হঠাৎ যুবকের শরীরে জ্বর, কাশ এবং গলা ব্যথারকথা জানতে পেরে যুবকের শরীর থেকে নমুনা সংগ্রহ করে ২ এপ্রিল রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। ৫ মে বিকেলে রাজশাহী মেডিকেল থেকে পাঠানো রিপোর্টে আমরা জানতে পারি ঢাকা ফেরত যুবকের শরীরে করোনা রয়েছে এবং তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।


তিনি আরো বলেন, এই প্রথম কোন রুগী ধামইরহাটে কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।


বিবার্তা/ আব্দুল্লাহ/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com