শিরোনাম
বগুড়ায় আরো দু'জন করোনায় আক্রান্ত
প্রকাশ : ০৬ মে ২০২০, ০৯:১৫
বগুড়ায় আরো দু'জন করোনায় আক্রান্ত
বগুড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ায় নতুন করে শিশুসহ আরো দু’জন করোনায় আক্রান্ত হয়েছেন।


মঙ্গলবার (৫ মে) রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।


তিনি বলেন, আক্রান্ত দু’জনের মধ্যে একজনের বয়স ১২ বছর ও অপরজনের ৫৮। তারা দু’জনই করোনা পজিটিভ রোগীর সংস্পর্শে এসেছিলেন। ওই দু’জনকে নিয়ে বগুড়ায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জনে।


জানা গেছে, করোনায় আক্রান্ত হওয়ার খবর পেয়ে শাজাহানপুর উপজেলার ফুলতলা এলাকা থেকে পালিয়ে যাওয়া সেই ব্যক্তির ছেলে ১২ বছর বয়সী শিশুটি করোনায় আক্রান্ত হয়েছে। শিশুটির মা পেশায় নার্স। তিনিও করোনায় আক্রান্ত হয়েছেন।


অন্যদিকে ৫৮ বছর বয়সী ব্যক্তিটি পেশায় একজন ব্যাংক কর্মকর্তা। সদর উপজেলার সবুজবাগ এলাকার স্থায়ী বাসিন্দা নীলফামারীতে বেসরকারি একটি ব্যাংকে কর্মরত। ওই ব্যাংকে কয়েকজন করোনা পজিটিভ হওয়ায় তা লকডাউন করা হয়। তিনি গত ২৮ এপ্রিল বগুড়ায় নিজ বাড়িতে ফিরে আসেন। পরবর্তীতে গত ৩ মে তার নমুনা সংগ্রহ করা হয়।


বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, মঙ্গলবার বগুড়ায় ১৮৮টি নমুনা পরীক্ষার কথা থাকলেও বৈদ্যুতিক গোলযোগের কারণে ৯৪টি নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। এরমধ্যে বগুড়ার ৯১টি ও বাকি ৩টি জয়পুরহাট জেলার।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com