শিরোনাম
তানোরে পুলিশ কনেস্টবলসহ দুইজন করোনা শনাক্ত
প্রকাশ : ০৪ মে ২০২০, ২০:৩৪
তানোরে পুলিশ কনেস্টবলসহ দুইজন করোনা শনাক্ত
তানোর (রাজশাহী) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীর তানোরে এক পুলিশ কনেস্টলসহ দুইজন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত অপরজন তানোর থানার পরিচ্ছন্নকর্মী।


তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোজী আরা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, গত ৩ এপ্রিল তানোর থানায় গিয়ে আমরা এ দুজনের নমুনা সংগ্রহ করি। পরে নমুনা রামেকের ল্যাবে পাঠানো হয়। সোমবার (৪ মে) বিকেলে জেলার সিভিল সার্জন ডা. এনামুল হক ওই দুজনের করোনা পজিটিভ আসার তথ্য জানিয়েছেন। তবে আক্রান্ত দুইজনই বর্তমানে সুস্থ আছে।


এনিয়ে তানোর উপজেলায় করোনা আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ৩ জনে। এর আগে গত ২৮ এপ্রিল উপজেলার বাধাইড় ইউনিয়নের হাপানিয়া দোগাছী গ্রামের ভারত ফেরত এক যুবক প্রথম করোনা আক্রান্ত হন।


তানোর থানার ওসি রাকিবুল হাসান বলেন, তারা দু’জন থানার স্টাফ। একজন কনস্টেবল, অন্যজন পরিচ্ছন্নতাকর্মী। তাদের করোনা পজিটিভ এসেছে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমাকে ফোনে জানিয়েছেন। বিষয়টি নিয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন, থানার দু’জন করোনা পজিটিভ আসার বিষয়টি অবগত হয়েছি। দ্রুত তাদেরকে আইসোলেশনে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সাথে আক্রান্তদের সংস্পর্শে আসাদের চিহ্নিত করে কোয়ারেনটাইনে পাঠানো হবে। পর্যায়ক্রমে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।


বিবার্তা/অসীম/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com