শিরোনাম
কুড়িগ্রাম কারাগার থেকে ৬ বন্দীর মুক্তি
প্রকাশ : ০৪ মে ২০২০, ১৭:৫৭
কুড়িগ্রাম কারাগার থেকে ৬ বন্দীর মুক্তি
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাস বিস্তার রোধে সরকারের বিশেষ বিবেচনায় কুড়িগ্রাম কারাগার থেকে ৬ বন্দীকে মুক্তি দেয়া হয়েছে।


রবিবার (৩ মে) ও সোমবার (৪ মে) এক বছরের কম সাজাপ্রাপ্ত ৬ বন্দীকে জরিমানা নিয়ে মুক্তি দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রামের জেলার মো. লুৎফর রহমান।


তিনি জানান, কুড়িগ্রাম কারাগারের বন্দী ধারণ ক্ষমতা ১৬৩ জন হলেও বর্তমানে হাজতী ও কয়েদী বন্দী রয়েছে ৭৪৭ জন। সরকারি নির্দেশনায় বন্দী মুক্তির জন্য ৫৭ জনের তালিকা পাঠানো হয়েছিলো। এদের মধ্যে দুই দফায় ৬ জনের মুক্তির তালিকা আসলে তাদের জরিমানা নিয়ে মুক্তি দেয়া হয়।


মুক্তি পাওয়া বন্দীদের অনেকেরই সাজার মেয়াদ শেষ পর্যায়ে বলেও জানান তিনি।


বিবার্তা/সৌরভ/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com