শিরোনাম
মৌলভীবাজারে ব্যাংক কর্মকর্তা-পুলিশসহ করোনা শনাক্ত ৫
প্রকাশ : ০২ মে ২০২০, ১০:৪৬
মৌলভীবাজারে ব্যাংক কর্মকর্তা-পুলিশসহ করোনা শনাক্ত ৫
মৌলভীবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মৌলভীবাজারে ব্যাংক কর্মকর্তা ও পুলিশসহ নতুন করে আরো পাঁচ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছেন।


শুক্রবার (১ মে) রাতে সিভিল সার্জন ডা. মো. তাউহীদ আহমদ এ তথ্য জানিয়েছেন। আইইডিসিআর ও সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী এ নিয়ে জেলায় ১৬ জন করোনা আক্রান্ত হয়েছেন।


নতুন আক্রান্তরা হলেন– জুড়ী থানার দুই পুলিশ সদস্য, কমলগঞ্জ উপজেলার সোনালী ব্যাংকের এক কর্মকর্তা এবং ওই ব্যাংকের আনসার সদস্য, শ্রীমঙ্গল শাখা এবি ব্যাংকের দারোয়ান।


শুক্রবার (১ মে) সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় নতুন আক্রান্ত এই পাঁচ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।


প্রসঙ্গত, করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট দুজন মারা গেছেন। তাদের মধ্যে রাজনগর উপজেলায় একজন এবং সদর উপজেলার একজন ঢাকায় মারা যান।


জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানায়, জেলায় এক হাজার ৭১৫ জন হোম কোয়ারেন্টিনে ছিলেন। তার মধ্যে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৪১১ জন।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com