শিরোনাম
ঠাকুরগাঁওয়ে তিন ভুয়া ডিবি পুলিশ আটক
প্রকাশ : ০১ মে ২০২০, ১৯:৪৫
ঠাকুরগাঁওয়ে তিন ভুয়া ডিবি পুলিশ আটক
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন এলাকায় জনগণের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে নয়ন (২৬), মিলন (২৪) ও রফিক (২২) নামে তিন প্রতারককে আটক করেছে পুলিশ।


শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে রাণীশংকৈল থানা পুলিশের একটি টিম।


আটক নয়ন ওই উপজেলার শিবদীঘি দক্ষিণ সান্ধ্যরাই গ্রামের বেলাল হোসেনের ছেলে, মিলন একই এলাকার রফিকউদ্দীনের ছেলে এবং রফিক একই এলাকার মৃত লাল মিয়ার ছেলে।


রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান জানান, আটক ওই তিনজন ব্যক্তি দির্ঘদিন ধরে উপজেলা ও আশেপাশের এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে আসছিলো। এ বিষয়ে অনেকেই থানায় অভিযোগ করলে তাদের বিভিন্ন স্থান থেকে আটক করে পুলিশ। এই চক্রের সাথে আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে, তাদের আইনের আওতায় আনতে পুলিশ মাঠে কাজ করছে। এ বিষয়ে রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


এছাড়া আটক ব্যক্তিদের আজ ১ মে ঠাকুরগাঁও কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


বিবার্তা/বিধান/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com