শিরোনাম
সিলেটে টেলিমেডিসিন সেবা উদ্বোধন
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২০, ২১:৩৯
সিলেটে টেলিমেডিসিন সেবা উদ্বোধন
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিলেটে করোনাভাইরাস সংকটজনিত পরিস্থিতিতে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে বিভিন্ন শাখার অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসকের সমন্বয়ে একটি চিকিৎসাসেবা প্রদান টিম গঠন এবং করোনা সাপোর্ট সিলেটের শুভ উদ্বোধন করা হয়েছে।


বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এ সেন্টারের উদ্বোধন করা হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের উদ্যোগে এটি চালু করা হয়। এই উদ্যোগের সাথে রয়েছেন সিলেট ও আমেরিকার বেশ কিছু চিকিৎসক।


উদ্বোধনী অনুষ্ঠানে নাদেল বলেন, করোনা সংকটে লকডাউনের কারণে অন্যান্য সাধারণ রোগে আক্রান্তরা অনেক ক্ষেত্রেই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের এ সাপোর্ট সেন্টারের মাধ্যমে টেলিমেডিসিন পদ্ধতিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান নিশ্চিত করা হবে। তাছাড়া করোনার উপসর্গবাহী রোগীদের উপযুক্ত চিকিৎসা পরামর্শ ও দেয়া হবে এ সাপোর্ট সেন্টারের মাধ্যমে।


ডাক্তারের সাক্ষাৎকার পেতে ফোন করুন সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত।


সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত
মোবাইল নাম্বার-০১৭২১০২৮৯১১


দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত
মোবাইল নাম্বার-০১৭২০২৩০৭৬৭


সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত
মোবাইল নাম্বার-০১৭২১০৭৯৭১৮


করোনা আক্রান্ত রোগীদের জন্য সিলেট শহরে অ্যাম্বুলেন্স সেবার ব্যবস্থা রয়েছে।


ফেসবুক পেইজ: Health Support Sylhet 2020


ভিজিট করুন www.coronasupportsylhet.com


বিবার্তা/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com