শিরোনাম
ভোলায় আইসোলেশন ওয়ার্ডে ভর্তি এক বৃদ্ধের মৃত্যু
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২০, ১৯:১৮
ভোলায় আইসোলেশন ওয়ার্ডে ভর্তি এক বৃদ্ধের মৃত্যু
জেলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভোলায় করোনা সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হওয়ার দুই দিন পর এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।


শনিবার (২৫ এপ্রিল) ভোলা জেলা সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হওয়ার দুই দিন পর চিকিৎসাধীন অবস্থায় এই বৃদ্ধের মৃত্যু হয়। তবে তিনি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।


ভোলা সদর হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা জানান, ওই বৃদ্ধের ডায়াবেটিস ও শ্বাসকষ্ট ছিলো। শনিবার হঠাৎ করেই তার মৃত্যু হয়। তবে দুই দিন আগে তার নমুনা পাঠানো হলেও রিপোর্ট এখনো আমাদের হাতে আসেনি।


ভোলা জেলা সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী বলেন, এই বৃদ্ধ করোনায় মারা যাননি। গত ২৩ এপ্রিল ওই বৃদ্ধকে করোনা সন্দেহে আইসোলেশনে রাখার পর নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে কিন্তু তার রিপোর্ট এখনো আসেনি। তাই বলা যায় করোনায় তার মৃত্যু হয়নি।


এদিকে জেলায় করোনা সন্দেহে নতুন ৩ জনসহ ২৪ দিনে ২৫৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে শনিবার আরো ৩টি রিপোর্টসহ ২২৬টি রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকি রিপোর্ট অপেক্ষমান। জেলায় করোনা শনাক্ত হয়েছে দুই জনের।
এছাড়াও জেলায় সর্বমোট ১ হাজার ১৯৭ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৫০৮ জন।


বিবার্তা/শাহীন/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com