শিরোনাম
জবই ইয়ুথ ক্লাবের উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২০, ১৮:২৩
জবই ইয়ুথ ক্লাবের উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নওগাঁর সাপাহার উপজেলার শিরন্টী ইউনিয়নের জবই বিল এলাকার জবই ইয়ুথ ক্লাব করোনাভাইরাসের কারণে কাজ করতে না পেরে কর্মহীন হয়ে পড়া ৫০টি দরিদ্র পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সমাগ্রী বিতরণ করা হয়েছে।


শনিবার বেলা সাড় ১১টায় জবই বিল এলাকায় কর্মহীন হয়ে পড়া দরিদ্র ৫০টি পরিবারের মাঝে ২ কেজি চাল, ৫০০ গ্রাম তেল, ২৫০ গ্রাম খেজুর, ১ কেজি পেঁয়াজ, ২৫০ গ্রাম মধু, ৫০০ গ্রাম ডাল, ১টি সাবান, ১ প্যাকেট বুন্দিয়া সহ ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে জবই ইয়ুথ ক্লাবের সদস্যরা। বিতরণে সহযোগিতা করেছেন স্থানীয় ইউপি সদস্য ও জবই ইয়ুথ ক্লাবের উপদেষ্টা শফিকুল ইসলাম।


বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী গুলো পৌঁছে দিয়েছেন ক্লাবের সদস্য মোকাল্লেম, মোস্তাফিজুর, ওবাইদুল্লা, পলাশ ও হাদিসুর।


ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, আমাদের জবই বিল এলাকায় একদল যুবক জবই ইয়ুথ ক্লাবের উদ্যোগে সেচ্ছাসেবক হিসেবে সেচ্ছায় করোনা প্রতিরোধে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে এবং এলাকার মানুষদের সহযোগিতা করে যাচ্ছে।


উল্লেখ্য, জবই ইয়ুথ ক্লাব নামে সামাজিক সংগঠনটি করোনাভাইরাস প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে। এলাকার মানুষকে সুস্থ রাখতে তারা বিভিন্ন গ্রামে গ্রামে সচেতনা বৃদ্ধি করতে মাইকিং, জীবাণুনাশক স্প্রে, লিফলেট ও মাস্ক বিতরণও করেছেন।


বিবার্তা/নয়ন/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com