শিরোনাম
মৌলভীবাজারে আইসোলেশনে থাকা নারীর মৃত্যু
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২০, ১৫:৩৫
মৌলভীবাজারে আইসোলেশনে থাকা নারীর মৃত্যু
মৌলভীবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মৌলভীবাজারে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ২৫০ শয্যা হাসপাতালের আইসোলেশনে থাকা (৬১) এক নারীর মৃত্যু হয়েছে।


শনিবার (২৫ এপ্রিল) সকালে আইসোলেশন কক্ষে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


এর আগে শুক্রবার (২৪ এপ্রিল) দিনগত রাত ১০টার দিকে শ্রীমঙ্গলের আশিদ্রোন ইউনিয়নের রামনগর মনিপুরিপাড়া থেকে শ্বাসকষ্ট নিয়ে আইসোলেশনে ভর্তি হন তিনি।


মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তাওহীদ আহমদ জানান, প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে তার অন্তুষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে। করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।


এদিকে মৌলভীবাজারে নতুন করে আরো দু’জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত দু’জনই পুরুষ।


তাদের একজনের বাড়ি শ্রীমঙ্গলে ও অপরজনের রাজনগরে। এর আগে পুলিশ সদস্যসহ দু’জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত পাঁচজন।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com